তোমার প্রতি আমার,
সে দিনের সেই অপ্রকাশিত প্রণয়,
আকাশের চাঁদের মতোই ছিল নির্ভেজাল।
ঠিক তেমনি-
বহুবার শুনেছি;হৃদয় ভাঙার গান
ঐ নির্মল ঘাসের ডগায় জমে থাকা,
শিশির কণার মতো।
জানতাম! চাঁদের অভাব একদিন,
আমাকে দিবে একটা বিষন্ন পৃথিবী।
সত্যিই হলো তাই -
রঙ তুলির উচ্চাভিলাষী আঁচড়ে,
অনেক আগেই মুছে গেছে
এই শহরের চেনা সকল গলি।
সপ্ন গুলো সব ঝড়ে গেছে!
হৃদয়ে শুধু-শুকনো পাতার মর্মর ধ্বণি।
সকল অপমান,অভিযোগ
লালিত আমার বুকে-
নিঃসঙ্গতাই এখন আমার-একমাত্র শান্তি।।