ভুলতে পারিনি।
        ..... শমসের সিকদার
চাঁদ কে,ভীষণ মনে পড়ে
ভুলতে পারিনি আজও-
সেই সহমর্মিতার কন্ঠঃ আর মায়াবী মুখ!
আহ! সে কি৷  নির্ভেজাল চোখ;
নিষ্পাপ চাহনি!
সৃষ্টিকর্তা যেন তার -
সমস্ত মুগ্ধতা দিয়ে করেছেন তা সৃষ্টি!


সে-ই  চাহনিতে-
ছিল না কোন যৌবনের উম্মাদনা!
ছিলো শুধুই  সহমর্মিতার বহিঃপ্রকাশ।


জানিনা কিসের এতো টান
তবুও বলতে না পারার সেই সৃতি;
মনে পারতেই-
হৃদয় ভেংঙে;বেড়িয়ে আসে অশ্রু বান।।