তুমি নাই!
তাই আকাশে আজ মেঘের আধিপত্য
ফুলেরা ছড়ায় না সৌরভ আমার জন্য
পাই না বাতাসে প্রাণ সেই আগের মত।


তুমি নাই!
গরুর পাল খায়না ঘাস
কামলারা গলা ছেড়ে না গাঁয়;গান
সবায় তাকায় দূর আকাশে,
খোঁজে ফিরে ভালবাসার টান ।


তুমি নাই!
সবায় তাই দূরবাসী
হৃদয় খুলে বলেনা কেও
চল বাজান কাজে যাবি


তুমি নাই!
আজও আছে সেই নিমাই মাঝি
করেনা-কো কেও টার সাথে আজ;
তোমার মত দরাদরি-
দেরে নিমাই দে,দাম কিন্তু,কম হয়নি!


তুমি নাই!
আজও আছে সেই লওহজং নদী
এখন আর যেখানে কেও
ধরে না বাজাইলা মাছ মধ্যরাতি


তুমি নাই!
আজও বসে হাঁট,বটতলায়
শনিবার বুধবার ঐ;একই রীতি
বলেনা-কো কেও,চল বাজান হাটে যাবি
দেয়না-কো কিনে কেও-
নৈটানা জিলাপি আরও হরেক পদের ব্যাহাতি।


তুমি নাই!
নেই বংশি বসাক,
কিন্ত আজও বসে-
সেইখানেই;লবনের মরিচের দোকান,
জবায় করে গরু;সেই আগের কসাই!
আজও কিন্ত বিক্রি করে ইলিশ মাছ
ঐ লোকটাই!
শুধু তুমি নাই বাজান তুমি নাই!!