হারাবার কিছু নেই আমার
যা আছে যা দিয়েছ সবইতো তোমার,
ভয় শুধু একটাই,প্রস্তুত নই শবযাত্রার।
আর কেউ না জানলেও আমিতো জানি,
পুণ্যের নয়, পাপের খাতাটাই বেশি ভারি।
মৃত্যু কীট ঘুরিতেছে চারিদিক,
অপাক্ষা,শুধু তোমার ইশারার!
যদি এমনটাই হয় তোমার সমাধান
আমাকেও করবে যাত্রী একজন,
ঐ শবযাত্রার !
তবে;জানি ক্ষমার অযোগ্য আমি
তোমার কাছে মোনাজাত শুধুই একটা
হে ক্ষমাশীল রহমতের ভান্ডার,
পাপীর পাপের দিকে নয়,
চোখ রাখো তোমার রহমতের সাগরে
হে ক্ষমাশীল আল্লাহ আহাদ-
শুন্য করে দিয়ো এ পাপীর পাপের খাতা
সামিল করার আগেই ঐ শবযাত্রার!!