সময়ের স্রোতে-
একে একে ভেসে যাবে সবায়।
কাক্কু গেছে,বাবা গেছে;
চাচীও চলে যায় সে-ই সময়ের ভাটায়।


মানতে নাহি চায় মন-
সময়ের অশান্ত বাতাসে
সব শেষ চলে যায় মায়!


কাছের মানুষ ছিল যারা
একে একে চলে গেল তারা,
হায়রে সময়,হায়রে বাস্তবতা
অবিরাম রক্তক্ষরণ;বিরহ বেদনায়!


মিছে সবই মিছে!কেন করি হায় হায়!!
ধেয়ে আসছে সময়,হায়রে অবুঝ মন!
কেন?কেন যে হয় না উপলব্ধি!
আমরা যে সবায়,
ঐ-একই পথের,পথযাত্রী।