এই মধু মাসে বাজে মনে,মনের মন্দিরা ,
আজ উথলিত মনে বসন্তের সৌড়ভা।
আগত যৌবন বরষায় জেগে ওঠে
সুপ্ত সৌদামিনী ,
অকল্পনীয় ভাবের আবেগে ভাসে
মগ্ন যোগিনী ।
নবতনু অনুরাগে হৃদয়ে প্রেম জাগে
বরষার এই মুক্ত ধারায় ।  
প্রকৃ্তি যেন রামধনু রঙে রাঙে
এ শ্রাবণের   ই ইসারায় ।
তানপুরায় বেঁধে ভৈ্রবী সুর
এ বরষায় যেন সাধার,
ভাষার জোয়ারে ভেসে,সময় বলে যেন
শ্রবণের কবিতা লেখার।