কবিতা ! তুমি আমার দেবতা ,
দাসী স্বয়ং আমি,
তোমার জন্য ই  পরিশ্রম  করি  
শুধু  কদর দিও তুমি।
তোমায় পাওয়া বড় বেশি পাওয়া,
যদি প্রকৃত পড়া য় পড়ি ,
তোমায় নিয়ে ছিনিমিনি করা,
একদম অপছন্দ করি ।
সরস্বতী র পদখানি,প্রায় _
ছিঁড়ে ফেলেছি,
মাথা ঠুকে কতবার ,  
প্রার্থনা যে করেছি ।  
কত  ঘাম ঝরা খাটুনি মাথায়,
অনবরত খাটাই ,
অবিজ্ঞতা সাথ দেয় না,
লেখার উচিত  সময় ।
ঠোঁট কাটা সব শক্ত ভাষার
সন্ধান বহু করি ,
দু –চার  পাতা পাওয়া যদি ও যায় ,
সাজাতে ভূল করি ।
অনুকরণের হাত টি ধরে ,
কবির পথে চলি,
ভাষার ভিড়ে হাত ছেড়ে দেয় ,
পথ হারিয়ে ফেলি ।
যশের আশার করেছি পরিহার ,
এত দূর তো চাইনি !
এত ভাষা জোগাবো কেম্নে ,
এই ত ভালো ! যে লোক হাঁসাই নি।