গত রাতের ঝড়, তোমার ভবিষ্যৎ সঞ্চয় থেকে আজ মুক্ত ।
ফেলে আসা রাতের , অপলক চোখের বিস্ময়
জান ই বুজিয়ে দেবে বাতাস , তার শীতল স্পর্শে ।
শিকড় উপড়ে ছাড়খাড় হল ,বহু আশার জীবন ,
কষ্টিপাথরের রূপে পরিবর্তন হল ,
কংক্রি্টে র জঙ্গলের কাস্ট অঙ্গে এখন ।
একদিন যে শীতল হাওয়া য় শরীরের শিহরণ জাগাতে
যে অমৃত সুধা আকণ্ঠ সেবন করিয়ে ধন্য হতেম!
সর্ব গর্ব খর্ব হল একনিমেশে ,সেই রাতে ।
জীবন পাতায়  সঞ্চিত রাখা,  রশ্মি ,বায়ু  
নিঙড়ে রাখা বিন্দু বিন্দু জল  , আর রইল না কাজের !
                                    
সেই পাকস্থলী গিয়েছে প্রভাতে শুঁকিয়ে
নুইয়ে পড়েছে সে ,যে আমার বড় সখের ।
হাতে হাত মিলিয়ে সাত দিয়ে ছিলে
আমার উপকারের কথা ভেবে
ভরন পোষণের কথায় এসেছিল দুশ্চিন্তা –
তোমার বাড়ন্ত বয়সের দিকে তাকিয়ে।
হয়ত ঈর্ষার কটাক্ষ্য পলকে পড়লে ধরা
শত্রুর আকাঙ্ক্ষায় ভষ্ম হলে !
কারো ক্ষতি হয়নি তোমাতে
প্রকৃতির তাণ্ডবে শেষ হলে ।
আজ নেই মোর উঠনের মাঝে ,
স্মৃতি তেই রাখি তাকে
এই মাটির মাঝে,
জান বন্ধু ! আর পাবনা ঐ পেয়ারা গাছ টাকে।