কবিতা ,সাহিত্য ধর্মী ,কাব্য ধর্মী । কবিতার অর্থ অনুধাবন তা অন্তরায় হয় ।নজর কামনা করি , এক বিন্দু।,কবিতায় কবি তার মন ভাব আদান প্রদান করে থাকেন , ভুল ত্রুটি মার্জনা করবেন , যদি অহেতুক কেউ কাউকে ব্যথা দেন ভাষায় । কিন্তু অর্থ  অনুবাদ না করে কিছু অনর্থ ভেবে ,মন্তব্য প্রকাশ ! , দুঃখ লাগে ।  ধন্য বাদ ।