কবি বন্ধু রা -,আমদের কেউ সাহিত্যিক ,কেউ শিক্ষিকা ,কেউ গৃহিণী মা ,দোকান দার ,কেউ ছোটো কারিগর ও আছেন, এমন কি এর থেকে নিম্ন শ্রেণীর মানুষ ও সামান্য বিদ্যায় ভর করে ,কিছু আবিষ্কারের উন্মাদনায় কিছু লিখে ফেলেন। সে ও কবি বলে ভাবতে ভালো বাসেন । আর ইন্টারনেট সে তো মুক্ত দুয়ার , সবার আমন্ত্রণে শেখানোর, জানানোর জন্য বসে আছেন । ভুল সবার হয় , হবে এটাই বাস্তব ।মডারেট আমাদের কাছে আছেন থাকবেন, সাহায্য করবেন ! জানি। কিন্তু, আমাদের একে অপরের সাথ দেওয়াই ,প্রকৃত আদর্শ ভাবা উচিৎ । আমাদের ভাষায় আমাদের বন্ধুত্ব বারবে ।  আমাদের লেখাই শ্রেষ্ঠ পরিচয় বহন করবে ।আমাদের আতিথেয়তা তাতে ও যেন কেউ  আঘাত না পায় , সে দিকে আমাদের ই লক্ষ রাখা উচিৎ ।
তা হলে কোনো সমস্যা হবে না । ভুলের মাশুল কবিকে আঘাত নয় , শুধরে দাও ।আর প্রেরণা দাও ।বাংলা বলা , বাংলা লেখা কমে যাচ্ছে । মাননীয় সকল বন্ধু গন সমাধান আপনাদের হাতে । ধন্য বাদ ।