‘ ১’
ফুল হয়ে ফুটবো ,আমি নদী হয়ে ছুটবো
ভ্রমরের মত গুন গুনিয়ে, গান আমি গাইবো ।
আপন মনে খেলবো ,স্বাধীন হয়ে ঘুরবো
বাঁধন না কোন মানবো , পাখির মত উড়বো ।
                     ‘২’
কেন এত শিকলের পড়াও পায়ে বেড়ি ?
শিশু শ্রমিক বন্ধ হলে ,মরতে নেই আর দেরি !
কটা পরিবার সামনে আসে ? কজনের জোটে চকুরি ?
যাদের কপালে ফ্যন জোটেনা !তারা খাটে বাড়ি বাড়ি ।
ভাত চাই কাপড় চাই ,পাই যদি ভাঙ্গা খেলনা ,
কাজ করলে তবেই পাব ,গরিব তো একটা ফ্যালনা !
বাবা মায়ের হয়েছি বোঝা ! উপায় তো আর নাই !
শিশু নিকেতন এত কোথায় ?গড়বো মোদের ঠাই!
নাম কামাতে প্রকাশ্য যারা দীন দরিদ্রের জন্য খাটেন
তাঁদের বলি “ আমাদের খেঁটে খেয়ে দুঃখেই বাঁচতে দেন!”
নিয়ম করে বন্ধ হলে , কাজে কেউ রাখবে না ,
আসছে মেলায় , শখের দোলনা আর চড়া হবে না ।
                         “৩”  
কটা সমস্যার সমাধানে আমূল পরিবর্তন হেয়েছে ,
হত ভাগ্যের বেড়া জালে জীবন চক্র ঘুরছে !
কটা শনাক্ত হয়েছে শিশু ? বিক্রি গেল বাজারে ?
পেটের দায়ে খাটছে শিশু ,হাজারে হাজারে !
নির্বাক হয়ে অনুভব করি,কোন পথ ই নেই !
শিশু শ্রমিক অবস্থার শিকার , অভাব যেখানেই ।