গাঢ়োয়াল  প্রদেশস্থে তোমার অবতারণ
জন্মভূমি তোমার হিমায়ল
সাহসী কন্যা তুমি এমন !
গিরি পথ ভেঙে গড়ো আলয় ।
খাতে ঝরে বাড়াও দূর্বার গতি
গড়েছ সহদর সম প্রদেশে
তোমার চরণে শ্রদ্ধায় করে নতি ,
নানা নামে মিশছ স্বদেশে ।
চলেছ মেখে মলিন বসনে
কত পাপ তাপ করে ধূলিসাৎ ,
ছোট্ট কন্যা কে বসিয়ে আসনে
পূজ্যে ভক্তেরা দিনরাত ।
কন্যাকুমারিকায় এসে সুসজ্জিত নারী
হয়ে গেলে স্বাবলম্বী ,
মেয়ে থেকে মা বেড়ে তারাতারি
কবে হলে যে তম্বী ।
গঙ্গা জলে বিশুদ্ধ জীবন
তোমার চায় আশিস ,
গঙ্গা মাইয়া করেন ভারতের ভরণ পোষণ
নিজে পান করে বিষ ।