কাব্য রস আস্বাদনের
        মন হয়েছে বিরক্ত ;
স্বার্থ কেন্দ্রিক দুর্বোধ্য পৃথিবীর
         যেখানে ভাসে রক্ত !
অঙ্গুলি দুরত্তে গুলি বর্ষণ
          নির্দোষে শাস্তি পেল শিশু ,
অদৃশ্য শয়তান এ নয়কো
         দণ্ডায়মান সম্মুখে নিষ্ঠুর ।
কিসের হিংসা কিসের দ্বেষ
           ভাগ্যে কি আছে নির্বিশেষ !
ষড়যন্ত্র জীবন হত্যার
            আতঙ্ক ঘনাচ্ছে অশেষ ।
ভয়ার্ত আত্মারা পৃথিবী ছেয়ে
             বাস করবে বোধ হয় !
মানুষের ভয়ে প্রাণীরা জর্জরিত ,
             মানুষের আর ভয় কোথায় ?
কোনো- দেশ, জাত ,পাতে
            লুকনো নেই গুপ্তঘাতক –
আসন সংক্রান্ত চক্রান্ত  পরিধিতে
           ভালত্ব ,বিশ্বস্ত রা পলাতক ।
যুদ্ধে শিশুকে মাধ্যম বানিয়ে
             পাষাণেরা হাসে বিকট –
অভিশাপ দি ধিক্কার দি
               তদের দিন ও আসছে নিকট !!