অনুকূল সুর বিতান  ধামে  - সঙ্গীত অনুশীলনের নামে
                  অকূল পারাপার পাইলাম ,
কমল কোমল সরবরে বসি – মগ্ন ভাবের গহ্বরে ভাসি
                  সত গুরুর  দীক্ষা  লইলাম ।
অনুশাসন কঠোর ভীষণ – অনুরূপ গুরু হন না এমন
                  অনুরোধ – যাইয়ো না ছাড়িয়া ,
অনুর্বর জমি  সমৃদ্ধির খননে – সঙ্গীত বীজ গীত বপনে
                   তোমা স্পর্শে তা যায় বাড়িয়া ।
অনুরাগ জাগাইয়া দীক্ষায় – তোমার অক্লান্ত শ্রম, শিক্ষায়
                   শিল্পী নির্মাণ করিলে হেথায়  
মহা মহালয়ার মাধুর্য তুলে – ধরিলে তোমার শিষ্য কুলে
                   ভাসাইলে ভক্তির মায়ায় ।
বিনীত কামনা তোমায় – রেখ মোদের তোমার ছায়ায়
                      মা থাকেন যেন কণ্ঠের সহায় !  
পাণ্ডিত্যের একটুকরো কণা – আমৃত্যু শিক্ষায় সোনা !
                     বিলাব দরিদ্র শিশুর  সাধনায় ।