জনসাধারণে অসাধারণত্ব
                মিশছে স্বতঃস্ফূর্ত !
সমকামী সমভাবাপন্ন
                    বিদেশে অফুরন্ত ।
আদম সুমারি হাসছে বোধ হয় !
                       যুগটা ই দুরন্ত !!
এলিয়ান গোছের অজানা মানব ,
                     দেখার নেই অন্ত !
আইনত ভাবে স্বীকৃতি ওদের –
               দেবেন নাকি সমাজতন্ত্র ?
প্লুট নেপচুন বাস অযোগ্য --  
                  বানাই তবে গ্রহ যন্ত্র ?
বিজ্ঞাপনের ঠেলায় গেল-গোল্লায় –
                  শিউরে উঠছে দন্ত !
স্বাভাবিকত্ব যোশের যোগানে জ্বলে -
                 রক্ত এদের ফুটন্ত ।
সংক্রামক এ মহামারী রূপে;
                  ছড়াবে দিক দিগন্ত !
ভালোবাসার হাত না  বাড়ালে --                                                                                                  
                 হবে লাশ এরা জীবন্ত  ।।