পূর্ব পরিকল্পিত চিন্তনে
       এগিয়ে যাওয়ার প্রস্তুতিতে
পিচ্ছিল পথে চড়াই উৎরাই ভেঙ্গে
          ধাপে ধাপে নামে অস্বস্তিতে !
বিশ্রামে যারা এখন পিছিয়ে তারা –
            মধ্য মন্থর গতি বিধিতে –
যা পাওনি যা পাবে না পড়ন্ত বেলায় –
              তা নিয়ে এত কেন বিভ্রান্তে ?
ছোট ছোট জুড়ি জুড়ে, একটু একটু করে –
                বড় আকার নেবে অন্তে ।
ভবিষ্যৎ ভেবে বর্তমান ছেড়ে
                 ভুল করোনা- গুনতে !
দূরের হদীস নিকটে সীমানায়
                 খুঁজতে পারতে শুরুতে !!
এত দিন হয়নি আর হবে না
               হিসেবে পারকি মেলাতে ?
আজ সকালেই পেয়ে যেতে পারো
              চেষ্টা কে যেও না থামাতে ।
যদি হার হয়, হয়েও না অসহায় !
            যা ঘটে তা ভালোতে ,
না পাওয়ার গুন ভালো একটাই
               সব কিছু কে পারলে জানতে ।
আত্ম হনন যারা বেঁছে ছিল !
               পারিনি তাদের বাঁচাতে-  
যদি বুঝিয়ে থামাতে পারি !
               চাইছি সবাইকে জাগাতে ।