থিতু ঠাকুরের তোৎলামিতে
পরিবারে ই গণ্ডগোল –
পাড়ায় এলে রক্ষে নেই আর-  
লোকে ডাকে পাগল ।
বি-বি-ছানায় ক—ম্বল চাইতে গিয়ে
ছানায় অম্বল দে ;
আনন্দের মেয়ে কি না ? জানতে গিয়ে-
বলে- এটা! বান্দরের কি মে ?
ছোট্ট খুকী বেজায় খুশি খেলছে বসে মাঠে ;
সহসা ডেকে বলল ওকে –
ভা-ভা-হগিস কেন রে ?
তোৎলামি আর পাগলামিতে
মহান ছিল সে !
ছাতার বদলে খাতা আনত !
আর পারিনে যে!!