দেওয়ার মত অবশিষ্ট আর কিছু বাকি নেই –
নেওয়ার মত পর্যবেক্ষণ ক্ষমতা কারোরই কই ?  
উত্তরসূরি তৈরির মত অবকাশ আর নেই !
অবহেলা অশ্রদ্ধা পরবর্তীদের সদা সই  ।
গৌরাম্বিত হবার মত আবিস্কার কিছু নেই ,
বদ- সত সমান্তরালে ,মূলত হারাচ্ছে খেই ।
আশিস নেওয়ার যোগ্য গণ্য কেউ আর নেই –
ছোটরাই মাতব্বর –জেহাদ কেবলই সই !
সমিয়তা ভদ্রতা পাওয়ার যো আর নেই –
অভিনয়ে বিশ্বাস ভেঙ্গে বিচরণ তাদের এই !
মন্দ ভালো বিচারের প্রয়োজন আর নেই –
আপেক্ষিক গুনের শব্দমাল রবে যেই সেই !