স্বর্গের সৌসাদৃশ্য হে নীল কণ্ঠ নটরাজ –
জটা জুট ধারণে ,গঙ্গা কিরীটী ভূষণে ,
পঞ্চ নাগ গলে তাঁর বিরাজ ।
ব্যাঘ্র চর্ম পরিধান, সন্ন্যাসী অন্তরের বিধান –
স্বল্পে সন্তুষ্ট দেব ,সর্ব জাতির মহাদেব ,
বিল্লপত্রে সম্পূর্ণ পুজন ।  
শুদ্ধ তপস্যায় মনন ব্রতের মাহাত্বা  পালন –
রাত্রি জাগরণে ,প্রহরে  নিষ্ঠা স্থাপনে ,
বাবার শুনি বাণীর কথন ।
ভোলের ভক্তের অহং , শিবে সর্ব শ্রেষ্ঠ স্বয়ং -
পূজে দলে দলে, দেব অসুর সকলে ,
শিবরাত্রির করছেন উৎযাপন ।