সহানুভূতি খোঁজে ,শূন্য মার্গে সকলে
অবিকল মূক বধিরতায় !!  
সবার বাস যোগ্য শান্ত পৃথিবীটাতে
সব্বাইকে কেমন যেন মানায় !
আমি ব্যর্থ আমার ও সামর্থ্য
তাই তো ভাবি ওকে নিয়ে –
অক্ষমতা, দীনতা, অসমর্থতা সয়ে
সুস্থ মানবিকতা দিয়ে ।
আমার প্রেমানুভুতি চরিতার্থ করায়
স্বাবলম্বী ভাবে বেঁচে !
আক্ষেপ ,বিলাপের নেই সময় ,
ভালোবাসার প্রাণে সে যে ।
যে পা দৌড়ে জড়িয়ে ধরবে!
বাহু অঙ্গে দোদুল্যমান –
আরামকেদারায় বিদ্রূপ পায়ের হাসি
খোয়াইনি তবু অভিমান ।
সখা বসে আমার ধরিত্রীর সীমান্তে  
দেশের রক্ষণাবেক্ষণে –
অসহায় বিকলঙ্গ তাঁর সম্বলে -
স্বত্বা খোঁজে  ক্ষণে ক্ষণে ।  
মনের বার্তা সাথীর সাথে ফেরে -
যেন একই দেহ প্রাণ মন !  
দেখা হবে জানি অনেক দিনের পরে –
অনুভবে সে যে সর্বক্ষণ ।
কত নিশি যায় কেঁদে ভেসে হায় –
যৌবন মধুমন-
তুমি আর আমি প্রেমের বিতর্কে করি -
আত্মসমর্পণ ।