তিন কবির সরণী –এই খিদিরপুর উপকন্ঠে-
মোহন চাদ,মাইকেল,হেমচন্দ্রর ছত্র ছাওয়ায় !
ইতিহাস খদিত রচিত হল ,আনন্দের উৎকন্ঠে ।    
জ্যোতিপুঞ্জ দীপ্তিমান মেঘে, জহরতে যেন সাজায়-
গর্বিত স্থান কে ,কবিরা প্রসিদ্ধ করে  দিলেন !
উপঢৌকন সমেত সাহিত্যে যেচে এসে দাঁড়ায় ।  
শিল্পী,কারিগর,সাঁতারু,খেলোয়াড় যেনেরা হলেন খ্যাত !  
ঞ্জাতব্য করাবো, অবিজ্ঞাতার বহরে  –  
খিদিরপুর বন্দর বিশ্ববিখ্যাত আজ ও এখানে অক্ষত ।
চিড়িয়াখানা,ভিক্টরিয়ার প্রাণ কেন্দ্র, গড়ে এর স্নমুখে –
হাসপাতাল সুবিধা, যোগাযোগ ব্যবস্থায় নিয়ে –
জাতি ধর্ম নির্বিশেষে সকলে কাটায় সুখে দুঃখে ।
ব্রিটিশ অনুশাসনে স্থলে জলে গড়ে, ব্যবসা কেন্দ্রিক শহর –
দেশ বিদেশের শিক্ষা সংস্কৃতি আদান প্রদানে ,
এখন ও এখানে বাঁধে, ঐতিহ্যের স্মৃতি নঙ্গর  ।
সর্ব জাতের মিলন মেলায়,সবার ঘটে সমাগম
বৈষম্যতা ভুলে  সবে একত্রিত হয়ে  
প্রবিত্র গঙ্গা হতে প্রেমের হোক সমুদ্গম।