মুগ্ধ নেশায় হাওয়া - পতঙ্গের নীতি দেখ !
ডানা মেলেছে উড়ন্ত –
রোদের লুকোচুরি- ঝরা পাতার ঝুরি
আগামী বার্তা আনবে অফুরন্ত !
নাতিশীতঞ্চ উষ্ণতা –সুখ আমেজের স্পর্শতা
মাতোয়ারা করে প্রাতঃ প্রান্ত ,  
পাখির কুহূতান সমবেত ধরে গান
বসন্তের আনন্দে বনান্ত ।
প্রকৃতি ই মেখেছে রং-সবাই করছে ঢং
আবেগি তো শুধু জিয়ন্ত !
নির্মম মন যার –নির্মল কর তার
দোলের হৃদয় কিন্তু দুরন্ত !!
প্রীতি মধুর ভাব-অক্ষয় হয়ে থাক
লক্ষ হোক  অভ্রান্ত !  
সোনালী সুরভী সাঁঝে- গোধূলি রঙিন সাজে
রেঙ্গে ওঠে এই দিগন্ত ।
আবীরের আলাপন – প্রেমে সমর্পণ
এ ব্যতীত অচিন্ত্য ,
ক্ষণিকের আনন্দ – না হ্য় নিরানন্দ !
এল ঐ বসন্ত ।