এক গ্লাস জল পান করে বিধু     জিরিয়ে নিল ভবিষ্যৎ ভেবে শুধু!
                       চাকুরীর শেষে স্বীকৃতি স্বরূপ
                        পেল এক কালীন অর্থের কূপ ।
ভরিয়ে দিল অকালের ভোর    ঘুরতে হবেনা অন্য দোর !
               স্ত্রী বিয়োগে মেলানো কঠিন যোগ
                বার্ধক্য –সে তো ব্যধি জরা রোগ ।
দুই ছেলে দুই মেয়ের সংসার    তাদের তো, ভোগের ভাণ্ডার !
                    তবু খোঁজে ভাগের আয় !
                    না দিয়ে থাকেনা উপায় ।
ওদের গড়তে জীবন অর্ধ প্রায়    আমার বোঝা-আমার বিদায় !
                   সন্তান অর্থ পিতামাতার স্বার্থে  
                      তারা ব্যর্থ তাঁদের অর্থে ।
বাব মা কোনদিন পর নয়       সন্তান তো পরম আপন হয় !
                    তবে কে ? ছিনিয়ে নেয় বিবেগ  !
                   কেন হারায় ?ভালোবাসার উদ্বেগ ?  
বিলাসিতা বিলেতফেরত দোষে   দশের দেখে প্রলোভন বশে !
                    নিত্য দিচ্ছে নানা খেসারত ,
                   সম্পত্তি ই  জীবনের মূল আফত ।