সমগ্র আকাশ ত্রিপল - তারা গুলো ছিদ্র ঠিকরে আলো !
বনানী শুয়ে মাটির উপর –খুঁজে পায়না কালপুরুষ !
বিভীষিকা রাত জেগে প্রহর কাটে এখন ও ফুটপাতে ধূল !
বাড়তি দিন গোনা নতুন উদ্দীপনা-কেবল জাগায় প্রত্যূষ ।
শহুরে ফুটপাতে মেয়েদের –সংসার বেড়ে গেছে যাদের !
অপুষ্টি পাকায় অর্ধ পচনে –তাই কাজ যাইহোক খোঁজে !
যে ভাবে ভাগ্যে যে দোর খুলে –যে সমর্থন করে তাদের ,
কাজ ই ভগবান –নেই পুতুলের আড়ম্বর ,এটাই তারা বোঝে ।
ময়লা তুলে পাথর ভেঙ্গে কব্জি ভেঁজে আগুনের জ্বলন্ত আঁচে –
দিনে ঘুমায় রাত জাগতে বেঁচে নেওয়া কাজের সুবাদে !
চোরা পথ ঘুরে অন্ধকার গলি ধরে তাতেও ভালো কে যাচে !
এই রাজপথ সত্ত্বা ছিনিয়েছে মেয়ের ,একমুঠো ভাতের তাগিদে ।
চেয়ে চেয়ে ফেরে বিবিদের উত্তরণ –বাবুদের কৃপার আশায় !
কত কাপড় কত কাজে লাগে, কত ঘুমটা, কাপড়েই ছেঁড়া !  
প্রাতরাশ মধ্যরাতে, স্নানের জল ড্রেনের পাস দিয়ে গড়ায় !
বেয়ে বেয়ে জল চোখের কোনে ,শেওলারা পেতেছে ডেরা ।
নারী দিবস মানাই লেখা লেখিতে জাগাই , জানি নিষ্প্রয়োজন !
একাধারে নারী স্বেচ্ছায় ভিখারি, কাপড়ের কমতি পেশায় !
তিনি বিচারাধীন ,তাঁর আমরা অধীন ,এ কপালের আয়োজন !
খালি চোখে দেখি ,বন্ধ করে রাখি অসমর্থ আমরা সেবায় ।