নির্জন সৈকতে বসে কত কি ভাবনা আসে-
ক্রুদ্ধ গম্ভীর তুমি কি অবিচল ?  
কত ইতিহাস আছে নিয়ে গুপ্ত রহস্য কে বয়ে –
ত্রাসের মধ্যে ও সে সচল ।
পলি জমে উঠেছে মোহনার পরিধি বেড়েছে –
সেখানেও বসতির গ্রাস ,
চরায় জিইয়ে রাখার অবকাশে , কাঁকড়ারা নির্বাসে -  
পর্যটকের পদতলে প্রাণ নাশ ।
তোলপাড় সমুদ্র ব্যবসায়, শ্যেন দৃষ্টি বিছায়
বানিজ্যিক নৌকার দল –
জলো জীবের দেবী, মনুষ্য করছে দাবী -  
কারো নেই খণ্ডানোর বল !
ঢেউ চিরে বের হয় সমুদ্রের গর্জন,আর্তনাদ শুনছে না সজন !
নীরব বিনা বিতর্কে কাঁদা –
পৃথিবী ব্যপি সুকৃতি, সৈকত তটে গড়ে সুন্দর প্রকৃতি !
তবু হৃদয় ফ্যকাসে সাদা ।
ধ্বংসাবশেষ না জানি কত নিয়ে,মনরঞ্জন করাও নিজেকে দিয়ে –
গোলাকারে মিশিয়েছ আকাশ বাতাস ,
কত জান নিরুপায় হয়ে, তোমার ভরসায় আশ্রয় নিয়ে –
জীবিকা নির্বাহ পর্বের করে আশ ।
পুঙ্খানুপুঙ্খও বিচারের খোঁজে ,চিরুনি তল্লাশি চালিয়ে ও যে
তোমার ব্যথা বোঝা ভার !
অবিরাম আসা যাওয়ায় পুরানোকে মুছে দেওয়ায়
গতানুগতিক হতে কর উদ্ধার ।
চল যাই সমুদ্রে বেড়াই , ক্লান্তি ক্রোধ কে এড়াই –
দিগন্ত বিস্তৃত কে দেখার নেশায় !
ভিন্ন নাবিকের ভিড়ে , নিজেকে রাখি তীরে  
তোমার ঘুম ভাঙাতে দেয় না মন সায় ।