উপর ওয়ালা আঁকতে গিয়ে
করল তুলি ভঙ্গ !
অর্ধ সমাপ্ত হল, প্রতি ক্ষেত্রে
সৌন্দর্য হল পঙ্গ ।
কুৎসিত রূপ দেখতে যার
সে তো নিয়তি !
কঠিন অবস্থার সন্মুখিন –
করোনা আকুতি মিনতি ।
দর্পণ ধরে আয়ত আঁখি
সেটাই কেবল দেখার !
চারপাশে সব সুন্দরের বহর -
প্রচার নারীর বাহার ।
উচ্চতা টা বাড়তে গিয়ে
হঠাৎ থমকে গেল –
চুলের ঘনত্বে খুসকি এসে
ফাটল দেখা দিল ।
মুখের নিটল ভঙ্গিমাতে  
কালচে ছোপে ধরল ,
নাকটা একটু চোখা না হয়ে
ভোতায় থেমে পরল ।
হাত পায়ের গড়ন বেঁকা কেন?
রুগ্ন হওয়ার জন্য?
বেশি খেলেই ময়রার ভুঁড়ি
পদ্ধতি নেই অন্য ?
বিজ্ঞাপনের কোন প্রসাধনী
মাখলে হব সুন্দর !
বেশি সাজলেও সবাই তাকায় !
লাগে যেন বান্দর ।
যুগের  তালে পোশাক পড়ে
লাগে যেন আধুনিক !  
সেলাইয়ের খাপে ধরে না মাপ !
লাগছে ঠিক সৈনিক ।
অঙ্গনা নামটি রাখল কে জানি?
আমার বেমানান !
মন টা আমার দারুণ সুন্দর!
এটার দেব জানান !!