তোমায় যত কাছে পাই !
              উদাস বাউল হয়ে যাই ।
নিজেকে হারিয়ে দেই যেই -
       যাচাই করতে পারি তাই সেই ।      
হৃদের কলি ভাটিয়ালি গায় -  
        পল্লী ভূমি যেন হাতছানি দেয় ।
একশত প্রবর্তন ধির সন্তরণে হয় –
        ডুব সাঁতারে প্রভূত শেখা যায় !
প্রেরণার কিনারায় সান্তনা পেলে !
     দেহের উপর মনের প্রভাব মেলে ।
কবিতায় গানে সূফী গায়কী এলে –
       ভাষায় ছন্দে আলপনা দি ঢেলে ।
কবিতা আভিজাত্য বজায়তে  
                  যার তার যায়না হাতে!
ভালোবাসার এই বেলাতে
             যেও নাকো অসময় ফুরাতে ।
সনাতন ভাব আজও প্রবাহমান –
                 তেমনি দিও মোরে দান !
কালের কোল আসে যখন অলক্ষণ !
               মুখ ফিরায়ে থাকি সর্বক্ষণ ।
আমরা সদাই ভাবপ্রবণ
               ইতিহাস রচি যেন এ জীবন ।