বিচিত্র তোমার কর্ম
           দলব্ধ ই তোমার ধর্ম -
মাথায় বেঁধে বর্ম !
            কাজ করে যাও সর্ব !!
যত বিষধর হোক সর্প !
         কামোড়ের করে দর্প !  
একত্রে থাকার গর্ব –
             সমাজ কে শেখায় তার অর্থ ।
মাটি খুড়ে গড়ে দুর্গ
              ছড়িয়ে দখলে শত বর্গ –  
মিষ্টি পেলে ই হাতে স্বর্গ !
                 দেখতেই লাগে কেবল খর্ব ।
কালো লাল নানান বর্ণ –
           মানুষ পিষছে এদের মর্ম !
ছোট বলে দাও ছুঁতমার্গ ?
            ভারসাম্যয় কিন্তু পূর্ণ !!
প্রজাতি বাড়ছে প্রতি বর্ষ
           অহংকারের রূপ হচ্ছে বর্হ –
ইতিহাসের একটা কর্ণে –
             লিখব ওদের- নির্বাহ ।