অভাবনীয় এক শোক শিশু
রেখেছিল তার মাতৃ চরণে !
জন্ম দাত্রীর বঞ্চিত  স্নেহের  
কেন হল  সে অকারণে ?
সূর্য পুত্র সৌভাগ্যক্রমে –
তথাপি নিন্দেনিয় তাঁর জনম !
কুমারী মা সমাজ বহির্গত –
সংস্কারে ত্যাজ্য ধরম ।
ইতিহাসে শ্রেষ্ঠ তীরন্দাজ –
তবু অচ্যুৎ সম জীবন !
অসহনীয় বীরের তিরস্কার হতে
ভালোহয় আসে যদি মরণ ।
পৌরানিক চিত্র পটে একাধিকবার –
এঁকেছে কলির ও দরবারে –
অনাথের ন্যয় পায় না যে ঠাই –
সহানুভূতির নিষ্ঠুর মাঝারে ।
যতই ত্যগ সর্বস্ব ভাগ-
কর্ণ পাত করুক কথা রাখতে !
ভাগ্যচক্রে বূহ্য গ্রহে –
সব ব্যাহত অপঘাতে ।
মহাভারত কৃষ্ণের লীলা প্রাঙ্গন –
সবাইকে পাই ভিন্ন গুনে !
কর্ণ মোদের নায়ক চরিত্র  
কিন্তু পেল না কোনো স্থানে ।