এক অদৃশ্য শক্তি দিয়ে  
হচ্ছি মোরা  চালিত –
চিত্তমন, অহংকার , ক্রোধে
রয়েছি বিচলিত !
ঋতুর ধাক্কায় হ্ল্লা করা
অসহনীয় সময়ের জরা –
ধমনী শুষ্ক হয়েছে মরু উদ্যান –
বেঁচে থেকেও- মড়া !
মনের গর্ভে কুণ্ডলী প্যচিয়ে  
কিসের অশনিসংকেত –
কিছু বোঝা যায় কিছু বোঝা দায় –
অনুর্বর সম্পর্কের জমায়েত।
গেয়েছে কত অশ্রু কণ্ঠে গান
আধ ভেজা তার মন –
তৃষ্ণার্ত হৃদয় হাহাকার দেয়
অদৃশ্য আপন জন !
হাপিত্যেশ করে অভাবে স্বভাবে
পেয়ে পেয়ে খালি অভয় –
দৃশ্য মান হলে অনুভবের  সময়
আমাতে হও সদয়  ।
ক্ষীণ আশায় ভালো পাওয়া যেখানে
করে তার অনুসরণ –
দরিদ্র যে সবাই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে
করা যায় অনুধাবন ।