সেখানে সকালের দ্বার খোলে ,ক্লান্ত চোখে-
          যেখানে ব্যতিক্রম বেদনার আগার –
আঁধার হলেই মুক্তি খোঁজার তৎপরতায় প্রাণ –
          দুর্জন স্থানে মানুষ থাকে কি প্রকার !
শয়নে স্বপনে রুদ্ধ দালানে ,পথ থমকে যাওয়া-  
                যেন একরাশ শর্তের ,কঠিনতায়
কর্ণে ভাসে মর্মান্তিক স্পর্শ কাতর আর্ত যন্ত্রণা-
                   হয়ে আসছে অসাবধানতায় !
ছুঁচে শ্যেন দৃষ্টি নিশানায় ,ধেয়ে আসছে বিঁধতে
          ব্যধিগ্রস্থ দেহ -যেখানে সমাজ,ও সময়-
মিষ্টি ভাষণ অধরের কামিনিকাঞ্চান - প্রেম কোথায়?
       পৈশাচিক নরক যন্ত্রণা যেখানে আনন্দ দমায়।
জন্ম মৃত্যু বিবাহ –কি রহস্যে জীবনে বিলঙ্ঘনীয় -  
                     দ্বন্ধ কেবল  স্বর্গ নরক পাতালে -
আসা যাওয়া, চেরাই যাচাই –এক ছত্র তলে
                কে চায় যেতে সেই -হাসপাতালে ?