দুরে কোথাও শুনতে পেলাম
বাজছে কাঁসর ঘণ্টা ,
অঘ্রাণ মাস পুজোর আমেজে
আনচান করে মনটা ।
শিশু মন পিপাসিত থাকে
জানেনা মন্দ কোনটা
যেখানে আনন্দ সেখানে ধায়  
সন্মানের নেই ঘটা ।
প্রথম  ঢোকে যে তৃষা মেটে
দ্বিতীয়ায় মেটে না সেটা
শৈশব কালের চোখের যে বিকিরণ
পরে থাকেনা তার ছটা ।
উন্মত্ত বেদনায় কাহিল হয়না
শিশুরা ফুলের বোঁটা !
খোলা মনের অবিচল আনন্দে
মাখেনা মনে খোঁটা !
শিশুরা যত চঞ্চল, উজ্জল হয়
নির্ণয়ে হয় ভুলটা -  
ওরা যে বড় সহজ সরল তাই-
ঈশ্বরের পায় না পেটা ।
না জানি কেন মায়ের পেতে বকায়  
উৎসুক হচ্ছে বুকটা
ছোটবেলার পূজায় মাতোয়ারায়
শৈশবের খুঁজছি সুখটা ।