বেড়িয়ে পরেছি পথে, হাতে শুধু কলম -
পথের আলো বন্ধ –
হামাগুড়ি দিয়ে এগোনো বড় দুর্গম !
বেগতিক যারা অন্ধ !
অপুষ্টি সক্রামক হয়ে ছড়িয়েছে পোলিও
বললে কেবল দন্ধ –  
বোবারা শত্রু নিরপেক্ষ ভুল কথা-
কলমে  তালের ছন্দ ।
আরামকেদারায় বসে বিকলান্ঙ্গ  
বলের গতি করে নির্ধারণ –
কোন আবহাওয়ার কোন দিকে -
লেখায় নেই বারন ।
স্বাধীন চেতা বিস্বাদে কাটায়
রুখলেই খাবে বিষম –  
কলম দিয়ে মলম মাখায় !
অভিযোগ সুরে লাগানো পশম ।
কার দাবি কে মানবে ভুলে
সন্দেহ সজাগ সবার-
ভাবছে,ভাবছি দুয়ে এক হয়ে ।
সাহিত্যের বেড়েছে বাহার ।