উফ্! এ কি আলোর রশনাই তে -
       ঝাপসা কে’ন লাগে গো  ?
গন্ধে কেবল খু’ব চিনেছি ,যে কাছে !  
       খু’ব কষ্ট পেলে আজ, তাই না গো?
বত্রিশটি নাড়ীর ,প্রসব বেদনায় -
       আর্তনাদ –এত’টুকু ও করোনি !
ক্লান্ত দেহে, এগিয়ে দিয়েছে স্তন –
        ক্ষুদা তৃষ্ণায় –অতৃপ্ত রাখোনি ।
অহোরাত্র নিশি জাগরণ- লালন পালন
            তাতে কত ব্যধির আক্রমণ !
আঁচল বিছিয়ে ,কোলে এমন জড়ায় !    
       ধরতে’ই  পারবেনা ,সংক্রামণ ।
যদি ভাগ্য কর্তা ,কু দেন বার্তা –তবে
       জীবনে পরীক্ষার ,চলে উন্মজ্জন ,
সন্তানের পানে চেয়ে, কি! লীলায় প্রবৃত্ত –
      ধরেন স্রোতের বিপরীতে সন্তরণ ।
মায়ায় সৃষ্টি, মায়ের প্রেম যে অবিচল !
         বিনা কোন অনাদরের ভিড়ে –
বিষাক্ত বাতায়নে ও স্নিগ্ধ শ্বাস খোঁজে
           যেন স্বর্গ রাজ্য গড়বে নীড়ে !
তুফান প্রতিরোধ – বড়ই দুষ্কর জীবনে !
         কিন্তু,মা বন্ধু ঠিক অসময়ের !
দুর্ভেদ্য কাজ কেমন, নিপু’ণ সারেন –
    আসলে –স্বার্থের বেড়ি নেই,মায়ের ।