মহালয়ায় মঙ্গল শঙ্খে মায়ের আগমনীর আবাহন –
পিতৃপক্ষ শেষ,মাতৃপক্ষ শুরুর ,উত্তরায়নই বাহন ।
দীপান্বিতা অমাবস্যায় শুভ কর্মেরর; না’না বিশ্লেষণ !  
পূর্ব পুরুষের, কৃপা লাভ হেতু,শ্রাদ্ধের বিধিতে অবতরণ ।
তিল জল কুশ , তর্পণ পার্বণ –ব্রাম্ভন কে মূল্য বিতরণ –
স্বর্গ কামনার্থে ধর্মীয় ক্রিপার্থে ,অনুকল্প দানেই উদযা্পন ।
শাস্ত্র মতে মনুষ্য ধরায় , কত ঋণে ঋণী রয়ে যায় !
শ্রদ্ধার সহিত শোধ পর্বে , জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় ।
সূচনা দেয় দেবী দুর্গার – প্রতিক রুপে মহালয়ার পূর্ণ তিথি্তে–
ঘরে ঘরে তাই মহামিলন মেলা , উৎসবে মাতয়ারার মুহূর্তে।
ধনী দরিদ্র পুলকে শিহরিত - বিকশিত শিউলি পদ্ম কাশ ফুল !
দুষ্ট সঙ্কুচিত ,ভীত সন্ত্রস্ত –এবার নাশ হবে মহিষাসুর কুল ।
মায়ের আশিসে প্রাপ্তি , সুখ শান্তির নাম- মহা-আলয় !
পবিত্র স্নান, উপলব্ধি এ মহান –ঘুরে আসুক বারংবার এই বলয় ।