নিমন্ত্রণে আমন্ত্রণে-  সর্বাধিক পূজা পার্বণে
কোথাও বা প্রেম নিয়ে –তার নিবেদনে –
দেশের অবস্থার উন্নয়ন – মাটির লাঞ্ছিত বেদনে,
অসহায়তায় শাস্তির , নীরব নিস্ব ক্রদনে ,
কখনও বা হাসি খুশি –কখন কেড়েছে জীবনে ,
আলেয়ার মত ডেকে –মরীচিকার গহীনে ,
ইতিহাস জেগে গেছে –লেখায় সন্তর্পণে –
পেয়েছি কেউ ঠিকানা – হারিয়ে আপনি আপনে ,
বহু পথ একাকী  - না জানিয়ে অশুভ দিনে ,
তবু থামানি গতি রথের ,সদা চলন্ত কলম জানে ।
বৃহৎ সমুদ্র মাঝে ,মোহনা খুঁজে এনে –
পাড় চায়নি কবি , হারাবেও জেনে ,
তাঁর বিস্তার অপার –বৃষ্টির ফোটা যেমনে –
ভেজায় দেহ ক্লান্তি –ফুর্তি জাগায় গগনে ,
তাঁর সৃষ্টি স্মরণ করি-প্রতি পল প্রতি প্রাঙ্গণে ,
চেতনায় আছে যে ,বসেই সে ঘরের কোনে ,
সৃষ্টি বহুল  সনে , দেবার প্রায় ফুরিয়েছে মেনে ,
তোমাকে করি নমন , রবি ঠাকুর-তোমার অশেষ গুনে ।