শৈশব টা বাস্পের মত
ভাসমান জল কনায় !
উবে যায় হাওয়ার টানে –
গন্তব্যে ঠিক টেনে নেয় ।  
অস্কিজেন পায় মায়ের কোলে –
শ্বাস রোধ বেদনায় !
তিলতিল বেড়ে ওঠার দিনে
একজন কাটায় যাতনায় !
নিমেষে ফুরায় সময় –
কর্পূরের ন্যায় !
বেদনায় বেদনার কাঁটা; ভুলে যায়
বড় করার তাড়নায় ।
এই তো চাইল চোখ –
আধবলা ভাষায় ,
এই তো বসল সেদিন –
আজ সে দাঁড়ায় ।
নিরীহ শিশুরা যেন -
দুরন্ত বিস্ফোরক ছড়ায় !
মায়ের কোমলতার সুযোগে –
দুষ্টু, দাপিয়ে বেড়ায় !  
অসহনীয় ,সহনীয় হয়ে যায় –
ওদের বারতে দেখায় –
ওদের সুখে মায়ের জৌলুস
আপনি ফিরে পায় ।
অনায়াত্ত শৈশব কাল
কুয়াশা ময় আলেয়ায় !  
দিন যেন দ্রুত চলছে –
বাবা মা একই থেকে যায় ।