নটু দাদার মস্ত ভুঁড়ি –
হেলেদুলে চলে ,
ধিরে সুস্থে করে চুরি
যেখানেই যা মেলে ।
সবে হল বয়স কুড়ি –
খাওয়ার দায়ে জেলে !
লুকাতে গিয়ে আমের ঝুড়ি
নষ্ট কোরে ফেলে ।
পিঁপড়ের চিনি কেঁড়ে নুড়ি-
মুখে দেয় ঢেলে ,
রস ভর্তি পেলে খুরি -
জিভের পাখনা ম্যলে ।
এমন কাণ্ডের নেইকো জুড়ি
এ কেমন ছেলে !
না হয় যেন উত্তরসূরি -
দুঃখ পাই বলে !
লোভী ভাইয়ের কি করি ?
হঠাৎ বন্ধু হলে !
বুঝিয়ে হাত বাড়িয়ে ধরি !
দেইনি দূরে ঠেলে ।