হলুদে রাঙা সজারুর কাঁটা
এ কেমন ফুল হ্যাঁগা ?  
বৃষ্টি ,কালো মেঘ হলে
পথ চলার নেই জাগা ।
থেঁতলে ,মাড়িয়ে চলছে সকলে  
করে চলে অবজ্ঞা ,
মায়া্য তাঁরে কোলে তুলে নিলুম
অজানা যার সংজ্ঞা ।    
ফুল খুনে ,মন বেজায় বেথায়-      
তাই করি প্রতিজ্ঞা !  
অপমান আর, না হয় অবহেলা  
মানছি এই আজ্ঞা !
ফুলেরা দিয়েছে সুখের সাক্ষর –
নির্মল প্রাণে সবাকার !
কদমে পায়েছি জ্বেহাদি অক্ষর
কোমল নয় তার আঁকার ।