ইচ্ছেরা আজ
হারিয়ে যাওয়া
মনকে খোঁজে,
ব্যস্ততার ভিড়ে
পাই না খুঁজে,
কোথায় সে মন
          যে মন ছিল বেপরোয়া?
কোথায় সে মন
          যে মন ছিল স্বাধীন?
কোথায় সে মন
          যে মন ছিল প্রাঞ্জল?
কোথায় সে মন
          যে মন ছিল কবিভাব?
হুমমমম্
         ব্যস্ততার ভিড়
কিভাবে মনকে ব্যস্ততার ভিড়ে হারিয়ে ফেললাম?
কখন মন কে ব্যস্ততার ভিড়ে হারিয়ে ফেললাম?
কেমন করে এই বেপরোয়া
                    স্বাধীন
                    প্রাঞ্জল
                    কবিভাব মন কে হারিয়ে ফেললাম?
বুঝতেই পারলাম না,
কিসের এত ব্যস্ততা?
              বাঁচার জন্য?
              প্রিয়জনদের জন্য?
কিন্তু শুধু তো শরীর যাবে দূর দেশে।
হে প্রভু,
       হায় রে, প্রিয়জন আর নিজের জন্য এত ব্যস্ততার ভিড়!