হতে পারে তুমিই দিতে পারতে;অপরিমেয়,
তোমার দেয়া ভালবাসা হতে পারতো;
সব চাইতে প্রিয়!
হয়তোবা কান্না থামিয়ে দিতে পারতে
চির দিনের মতো,
তখন তোমার প্রতি ভাবভালোবাসা
শতকরা হারে বেড়ে যেত!


এ সবের কিছু হয়নি মানেই
এ জীবনে জীবনের স্বাদ না পেয়ে
পৃথিবীর স্বাদ সহ অমর স্বাদ পেতে যাচ্ছে সে
ওপারেতে যেয়ে
তুমি হীন তাই তার বেচে থাকবার দিনগুলো;মৃতবৎ!
জীবন্ত জীবাশ্ম,
প্রত্নতত্ত্ববিৎ গবেষণার উপাত্ত
সে যেন এক-;চলমান ইতিহাস!


যদি ভালো ই বাসো,
ভালোবাসা একক একজনের জন্যই রাখো,
তারপর মেতে থাকো প্রেমের রং গে,
আরাধনায় রত থেকো
মনের সেই সাধনার সং গে


ভালোবাসা খাঁটি হলে,
কেবল কামনা প্রসূত না হলে
আকাঙ্ক্ষিত প্রিয়জন কেই পাবে পরিশিষ্ট,
এ পৃথিবীতে শারীরিক মিলনে না পেলেও
পাবে অমরর্তলোকে