বিশ্বাসের বেদীতে পা রেখে,ওদের চোখের রঙ
বদলে যেতে দেখে,
বিশ্বাস ঘুরে গেছে- প্রত্যাবর্তণের দিকে।
নড়ছে না আর এই- সুবিশ্বাস।
অবিচল আস্থা আর সুদৃঢ় এই প্রেম- একক সাধনায়।


একা-ই তো থাকবার কথা ছিলো,
একা-ই যে এসেছিলো!
পুনরায় একা হয়ে যাওয়া;
আবারও তা প্রমাণ দিলো।
মেলেনি যখন- মনের মতো মন,
নিজের করে পেতে;পছন্দ হয় না যখন!
সবাই তো জন্মায় না হতে- কামের দাস।


প্রার্থনা মঞ্জুর করে,একটি পড়ো জীবন বাঁচাতে গিয়ে
বেচে গেলো- আরও কয়েকটি পরিবার ও জীবন।


গড়িয়ে গেলো শুধু অকারণ-
ব্যক্তিগত মিলনের দিন ক্ষণ,
রাত জেগে কাটানো-
লাংগলের উপর জমিন উঠিয়ে কর্ষণ।