তোমার ভেতরে নীল নির্জনতা।
মলাট বদ্ধ সফেন সমুদ্র,মৃত কোরালের প্রত্নতত্ত্ব।
ঢেউ আর বালির জারণ,রক্ত প্রবাল।


নিশ্চিত এ ব্যর্থতা জানা সকলের।
তুমি জানো নাই,কী জেনেছ।
কোন সে অনিশ্চিত,কী-সে নিশ্চয়তা পেয়েছ।
অপারগ সাহস জড়িয়ে নিচ্ছে তাকে -
মিহিন অন্তর্বাসের মতো।
কতবার হাতের মুঠোয় পাওয়া নরম হাত
তুলতুলে গাল টেপা সহবাস কে ভেবেছো-
সার্থক ধাতুজন্ম!


এলানো পায়ে গজারু রোমের শজারু,
মন ফকিরী তবু মুছে দিতে চাইছে-
সিঁদুর পরানো স্মৃতি,পরিধানের স্বাচ্ছন্দ্য।
ঝিরঝির দেবদারু,মৃদুমন্দ!
অদৃশ্য অবয়বে - শুধু তার আঁখি।