হাতের উপর হাত রাখা নেই,তবু হাত-
খোঁজে কা'র- হাতের স্পর্শ;অস্পর্শে?
যেন হঠাৎ ধীর হয়ে যায়- বাতাস,
চাঁদের আলো স্তিমিত হয়ে,আকাশটা সিঁড়ি বেয়ে
নেমে আসে- বুকের কাছে।
তন্দ্রালু চোখে মায়াবী আবেশ!
জিজ্ঞেস করে সে,তুমি কে?
- আমি আকাশ,
- এখানে যে?
- হ্যাঁ, তোমার ডাক শুনে।
- ডাক শুনে? কা'র?
- তোমার।
- কখন ডাকলাম?
- এইতো,এখন!
- বা-রে! শুনলেন কী করে?
- তোমার হাত আমাকে ইশারা করেছে।
   সত্যি বলো তো,ডাকোনি কী আমাকে কাছে?


হ্যাঁ, তাই তো!মনে মনে যে সত্যিই ডেকেছে,
তা আকাশ কী করে জেনে গেছে?
কতো রাত যে এভাবে ডেকে-
ডান হাত টা ছড়িয়ে দিয়ে,আকাশকে ধরতে চেয়ে;
একসময়-
    চোখের কোনে জমে থাকা অশ্রুতে,
    জোছনার চুম পেয়ে;ঘুমিয়ে গেছে-
    নিজের হাতকে জড়িয়ে অপর হাতে,
    হাতটাকেই ভেবে নিয়ে-
                   গোটা আকাশ - - -