জল ছিটিয়ে ফুল পাতা তাজা রাখার মতো,জীবন্মৃত!
প্রিয় সুর,প্রিয় কন্ঠস্বর,প্রিয় বাচিক
তোমাকে মনে পড়ে;ঝিম মাথা!
কোনো গান সবটুকু শোনা হয়ে ওঠে না!
কবিতার গভীরে যেতেই,ফিরে আসে মন
পরের পংতি ছেড়ে,
ওখানে যা কিছু লেখা,তার সবই মিথ্যা!
স্ব-অনলে দগ্ধ দহনে পুড়েছে সে একা।
তবু যেনো ভুল না বুঝো!
যেন অন্ততঃ প্রেমটুকু তার পায় অমরত্ব।
হৃদ বরাবর স্রষ্টা ও তোমার একত্ব,
সাধনায় সাধা।