কি যেন কী নতুন কিছু বুঝে
তারই মাঝে হলাম অদৃশ্য,
সে-ই আমি,আমিই সে
দু'জন দু'জনে অভিন্ন।


নিজের ভেতরে আলগোছে
তুলে রেখে;একে অন্যকে
দুই স্বত্ব এক হওয়ার অপূর্ব লীলা খুঁজে!
এ যেন রঙ এর ভেতরে দেখা-
অদেখা রঙ,
ঝলকানো অচেনা কালো'র ভিতরকার আলো,
আঁধারের ভাষাও বিশ্বাসে অভেদ,
কালোর সৌন্দর্য চেনা হলো।


তা'কেই শত ভাগ আনন্দ জেনে, মেনে
বাকি সব আনন্দকে সমাহিত করা গেলো।
মন দৈহিক বোঝাপড়া,সাদৃশ্যর সে সাম্য;
গ্রহন ব্যতিরেকেও পূর্ণ ধারণ করা শেষে,
দু:খরা চির বিদায় নিলো।