কেউ কেউ না পেয়েও বাঁচে
যেমন বেঁচে থাকে
               অবায়বীয় অণু জীব
তবে কী সৃষ্টি হলো;নব্য প্রজাতি?
ভিন কোন অণু মানবী?


কারো প্রজাপতির মৃত্যু ঘটে
জন্মাবার আগে,
জন্মের পর দেখে;সব বিবর্ণ!
বলো তো,কিভাবে উড়ছে ডানা হীন?
বন্ধ;জানালা দরজা
ভারী পর্দা ঝুলানো,
না পেয়েও;কোন রঙে সে বর্ণীল?


ডানায় তার কে বলো তুলি বিনে রঙ মাখে?
কার আকাশ খুলে দেয় তার অবকাশ?
যেখানে চির কিশোরী;আনন্দময়ী সুর লহরী
কার কাছে;কোন আনন্দ পেয়ে নাচে?