নীরবে যত কথা বলে গেছে লোকে,
বলে নাই তত- শব্দ;সরবে।
কত যে কথা চাপা পড়ে গেছে;অব্যক্তে!


বলে নাই বলেই বুঝি;তৈরী হলো না?
জানা হলো না বলেই কী;বলা হলো না?
তৈরী কথারা না পায় যদি;বলবার সুযোগ,
কে থাকে বসে;সেই কথা নিয়ে ভাবনার?


মানুষ মূলত জানতে পারে না-অন্যকে,
কাওকে কেও বুঝতে পারাও তাই সহজ নয়।
যতটুকু মিলে যায় নিজ-ইচ্ছের সাথে,স্বপ্নের সাথে,
যা কিছু আশা জাগানিয়া;আনন্দের বিষয়,
তাতেই পূর্ণতা খোঁজে-অসম্পূর্ণ জীবন,
সম্পূর্ণ হতে চায়;কল্পিত মাধুর্য,
    ব্যর্থ,পোড় খাওয়া- অপূরণীয় মন।