আঘাত টা বেশি ই হয়ে গেছে!
সব কিছুর সীমা থাকে,
স্পর্শে বেজে ওঠে যে বীণা
সে বীণা আছড়ে ভেঙ্গে ফেল্লে;
তার নামও আঘাত


ধ্বংস আনে জেনেও
যদি কেউ আঘাত হানে?
তাকে আর যা-ই হউক
প্রেমিক বলা যায় কী?
বাজালে যেমন বাদক,
শিল্পের রচয়িতাকে শিল্পী


প্রেমিক বলা যায় তবে;কা-কে?
সে কি সে,যার থাকে পুঞ্জাক্ষি?
ভোগের চোখে যে দেখে-
হাজার রমণী?
অন্যের শূন্য শয্যায় ফাঁদ পাতে যে
স্বপ্ন পুরুষ হতে?