ক্ষতির প্রবৃত্তি
তোমাদেরই ক্ষতি,
যেমন-
কেউ জানে না,
ঝড়ের কী পরিণতি।
দেখে-
লন্ড ভন্ড হয়ে যাওয়া-
ঝড়ের তান্ডব।


হার মেনে তাই ঝড়-ই একসময় থেমে যায়,
থেমে যাওয়া নৈঃশব্দে রচিত হয়-
ঝড়ের পরাজয়।